রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

মন্থন




মন্থন

ল ক্ষ্মী কা ন্ত ম ণ্ড ল

এতো পতনের মাঝে কান্না রয়ে গেছে এখনও
সেই চোখের জলে চাঁদ ফোটে
ফোটে রোদ
আর আমার অসুখ দেখা যায়
যা লুকিয়ে আমি কেবল ভেসে গেছি
বাস্পের মাঝে সাবধানী হাঁস
পালক ঝাড়তে ঝাড়তে ঢুকে যাচ্ছি
অলিগলি সর্পিলতার মোহে
যন্ত্রনা কামড়াচ্ছে অনন্ত জিজ্ঞাসায়

আমি শুয়ে আছি মহাকালের রমনের তলায়

   

ফাগুন


হাতে সেজুঁতি ও মাথায় দুপুরের সাঁতার নিয়ে
হাঁটে নীল রমনীর মিহিসুর; পায়ের তলায়
শুকনো নদীর বসন্ত সময়, পিপাসা দোলে-

জলাভাব বোরো চাষে ঢুকে
মায়া টানের উত্তরা বাতাস
হাঁটে সে, পরখ করে ফাটলের কালোদাগ ,ভাঙ্গা
ভাঙ্গা শব্দ নয়ন, সামলায় রোদের পরুষ-
দূরত্ব অনেক, যা ভাবিনি কখনও আমার ছায়ারা
হেঁটে যায় ফাগুনের অতিমর্মরে--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন