রূপকথা
আমি চাই তাই পাহাড় সেজেছে
আজকে নীল...
আমার জন্য গাছেদের আজ
সবুজ সাজে, লেগেছে ধুম....
আমি দেখি তাই সূর্যটা রোজ
নিজেকে সাজায় আহ্লাদে...
আমি না দেখলে চাঁদটা কিন্তু
সাজতো না ঐ জোৎস্নাতে....
আমার জন্য ফুলেদের ফোটা
আমারি জন্য ঝরে পড়া ...
আমার জন্য কথা রাখে নদী
সাগরের দিকে পথচলা....
আমার জন্য এত আয়োজন
এত খুশিমাখা দিনগুলি...
তবে কেন বলো,ঝরাবো অশ্রু রাখব নিজেকে, নির্জনে....
তারচেয়ে ভালো, দুঃখ-ব্যথারা
আমাকেই ছাড়, যাও দূরে ।।
পূর্ণ
পূর্ণ হয়েছে পাত্র
অমৃত বা বিষে
খবরে কাজকি আর?
জানা গেলে কার লাভ
কার ক্ষতে কতটা
প্রলেপ তুমি দেবে
শেষের সে দিনক্ষণ
জানা হয়ে গেলে
কে আর জমিয়ে রাখে
অভিমান বলো?
শিল্পী গঙ্গোপাধ্যায়
আমি চাই তাই পাহাড় সেজেছে
আজকে নীল...
আমার জন্য গাছেদের আজ
সবুজ সাজে, লেগেছে ধুম....
আমি দেখি তাই সূর্যটা রোজ
নিজেকে সাজায় আহ্লাদে...
আমি না দেখলে চাঁদটা কিন্তু
সাজতো না ঐ জোৎস্নাতে....
আমার জন্য ফুলেদের ফোটা
আমারি জন্য ঝরে পড়া ...
আমার জন্য কথা রাখে নদী
সাগরের দিকে পথচলা....
আমার জন্য এত আয়োজন
এত খুশিমাখা দিনগুলি...
তবে কেন বলো,ঝরাবো অশ্রু রাখব নিজেকে, নির্জনে....
তারচেয়ে ভালো, দুঃখ-ব্যথারা
আমাকেই ছাড়, যাও দূরে ।।
পূর্ণ
পূর্ণ হয়েছে পাত্র
অমৃত বা বিষে
খবরে কাজকি আর?
জানা গেলে কার লাভ
কার ক্ষতে কতটা
প্রলেপ তুমি দেবে
শেষের সে দিনক্ষণ
জানা হয়ে গেলে
কে আর জমিয়ে রাখে
অভিমান বলো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন