ফন্দি —ফিকির
তাপস খাঁন
এই যে দাদা ;
জানেন দাদা
শুনেছেন কি
কিছু ?
অামাদের যে
তাপস অাছে
একদিন
গিয়েছিলাম তার পিছু ৷
বলবো কি অার
সে সব কথা
বড্ড
ব্যাকডেটেড ; একঘেয়েমি
মাথায় গোবর
ঠাসা ৷
কিসুটি ঠিক
পারে নাকো
ভীষণ হাঁদা
ভোঁদা৷
অারও অাছে
শুনলে পরে ;
বনবনিয়ে ঘুরতে
পারে মাথা ৷
অার বলি এক
ছেলের কথা
উম.... নামটি
যেন কি ?
হ্যাঁ মনে
পড়েছে পবিত্র অধিকারী ৷
বিদ্যাতে মা
সরস্বতী ; কর্মে বিশ্বকর্মা
একাই একশ
নিজেই ভাবে
তাই কাউকে
কিছুই করতে দেয়না ৷
ভাব দেখে তার
মনে হতেই পারে
ছেলেটি বেশ
দামি ,
কিন্তু দাদা
চোখটা খুলুন ; ভালো করে তাকিয়ে দেখুন
মনের ভেতর জমা
অাছে তার কতটা শয়তানী ৷
লোকের নিয়ে
বড়ো হতে চায়
তাই ফন্দি
-ফিকির কতো ,
স্বপ্ন দেখে
সেও নাকি
একদিন হবে
বিবেকানন্দের মতো ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন