রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

তোকে আমি যখন দেখি




তোকে আমি যখন দেখি
ইতিকা বিশ্বাস


তোকে আমি যখন দেখি কি যেন তুই ভাবিস
বলতে পারিস একটু খুলে না হয় আমাকে
নিস্তব্ধ নিঃশ্চুপ কেন হয়ে গেলি
খুব বাড়াবাড়ি করেছি কি আমি তুই বলতিস।

খামখেয়ালি ইচ্ছে মতো কেন তোর পাগলামি
লাজুক চোখে ইশারাতে কেন ডাকিস
ভয় কি পাস আমাকে তুই একটু দেনা বলে
তোর মতো হয়ে বলবো কথা দেখবি আমি।

কেনরে তুই এমন হলি আমার মনের মতো
সারাদিন তাই তোকেই খুঁজি শত কাজের ফাঁকে
হাসাতে তুই যেমন পারিস হাসতে আমি পাড়ি
তাই ঘুমের ঘোরে হেসে ফেলি আমি আমার মতো।

হচ্ছেটা কি নেইকো সাড়া দিচ্ছি তোর পাহারা
বদলে গেছিস এমন করে যায়নারে বোঝা
ধুর বুদ্ধু আবার একটু খামখেয়ালি এদিক ওদিক হলি
আগেই তুই ভালোই ছিলি আমার সাহাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন