রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বিকেলে ভোরের ফুল




বিকেলে  ভোরের ফুল
শোভন মণ্ডল

গোলাপের বার্তা আছড়ে পড়েছে এই বুকে
সীমারেখার আগুন দগ্ধ করছে অনবরত
বিন্দু বিন্দু নোনা জল ছুঁয়ে গ্যাছে চোখ
শিহরণে চোখ খুলিনি একবারও
তুমি একে হেরে যাওয়া বলবে বলো
অভিমানও  ছুঁড়ে দিতে পারো
অগোচরে উত্তাপ মোচনের দাগ
ধুয়ে মুছে সাফ করে দিও

শুধু জেনে রেখো, কিশোরী
একহাঁটু জলে আমার অবগাহন হবেনা...

       

পুরনো ব্যাপারী
              
অজানা জ্বরে কেঁপে যায় শহরের ঘুম
কমলালেবুর গন্ধে নেচে ওঠে ফোটনের কণা
অভিজ্ঞ বাবুর্চির  হাতে আজ নতুন পদ
রান্নার ঝাঁঝ উড়ে আসে চৌরাস্তার মোড়ে
কাক এখানে জেগে থাকে কোকিলের বেশে     
মাসকারা ছোঁয় তার মায়াবী চোখে
জলপদ্মে উপচে পড়ছে দিঘির কোল
সিগন্যালে খেলা করে জোড়াশালিক

গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছে পুরনো ব্যাপারী
ঝোলায় লুকনো তার আশ্চর্য প্রদীপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন