রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

অপূর্ণ ইচ্ছেগুলো



অপূর্ণ ইচ্ছেগুলো
       
                 সুকুমার সিনহা

সংসারের মায়ার বাঁধন ছিঁড়ে
মন পাখি হারাতে চায় লাল মাটির দেশে,
আসবো আবার ফিরে এই বাংলায়
লালমাটির ধূলো গায়ে বাউলের বেশে ।

ধূলো মাখা পথে দোতারা নিয়ে হাতে
শোনাতে চাই বাংলার জয়গান,
পথেঘাটে সবাই আকণ্ঠ ভরে
করবে গানের সুধারস পান ।

রাতের আকাশে জোনাকির আলো
নক্ষত্রময় আকাশ যেন নেমেছে ধরার বুকে,
রামধনুর ওই সাতটি রঙ
ঝরে পড়ুক সুরের মূর্ছনায় দোতারার বুকে ----
-------আপন সুখে ।

উষ্ণ মরু ঝড় হয়ে
আছড়ে পড়বো গোবি বা সাহারায়,
অতন্দ্র প্রহরীর মতো
রাতভর রব জেগে তোমাদের পাহারায় ।

ঝরে পড়বো উল্কা হয়ে
ধরার বুকে ঐক্যের বার্তা নিয়ে সাথে,
অণু পরমাণুর মতো বিচ্ছিন্ন সমাজে
যেন সবে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যের মালা গাঁথে ।

ভরবে আকাশ - ভরবে বাতাস
বিহুর নৃত্যকলায় সাঁওতালী গানের সুরে,
হবে একাকার - হৃদয় নিরকার
জাগবো সবাই আরেকটি নতুন ভোরে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন