সুরভে সৌরভে
অতনু ভুইঁয়া
চির হরিতে বৃক্ষ তাতে কিছু মিথ্যা কিছু সত্য ফুটেছে।
কেউ বলছে, কেউ শুনছে, চির হরিত বৃক্ষ অবাক চোখে দেখছে।
কারো কারো অনেক তাড়া, এদিক থেকে ওদিক থেকে ফুল কুড়োচ্ছে
অভিশপ্ত এক ফুল অপেক্ষা করে ঝড়ে পড়বে একসাথে।
আকাশ পানে আকাশ খোজে কি হবে
দিনভরা রাত সামনে আসে।
রাতভরা দিন গতি হারিয়েছে, তারাদের অন্যায় কি খোঁজে বেড়া!
মিথ্যা সত্য ফুল ঝড়ে পাড়ার উপক্রমে
চির হরিত বৃক্ষ বারন করল
বাঁচিয়ে রাখো ফুল, হারিয়ে ফেলো সর্বনা।
হুঁশ ভুলে গেছে - পাপ তাড়া করে
ঘেমে শরীর শীতল।
ফুলের বৃত্ত, ফুল ঝড়ছে
ছুটে চলি গন্ধে, 'সুরভে সৌরভে' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন