রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

ঘুম





ঘুম
তোফায়েল আহমেদ

চেতনার  আড্ডায়  রাত  কেটে যায়
ঘুম থাকে মরিচিকায়,
ভাবনারা  দল  বেঁধে  আরবার আসে
নির্ঘুমের  ঘুড়ি উড়ায়।

রাত  জাগা মানুষের  ঘুমের  অভিমান
ক্লান্ত, দেহ,  মন,
আসেনা ঘুম বাসেনা ভালো রক্তিম চক্ষু
শাসনের বৃথা পণ।

ঘুম সুখের উপাদান প্রভাতে বাথরুমে যান
আর, পেট ভরে খান,
ত্রি- কাজের সঠিক মিলন মানুষে থাকিলে
সুস্থ  থাকে  জান।

সময়ের ঘুম অসময়ে বন্ধুর হাত বাড়ালেই
দিবা ঘুম তাকে বলে,
এক রাতের ঘুম আরেক রাত যখন আসে
ধন্য জীবন রাত পোহালে।

ছোট বেলা কত ঘুম যাইতাম এলো মেলো
যথা তথা শুইলে,
দিবসের অবসানে বিছানায়  বেহিসাবি ঘুম
জলে ও যেতনা তাড়ালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন