খন্ডহর
দেবাশ্রিতা চৌধুরী
পরিত্যক্ত
খন্ডহর অন্তরমহলে
ফ্যাকাশে সবুজে ছোপছোপ
কোথাও মৃত্তিকার কান্না
পাশাপাশি রোদে
পোড়া জ্বালা
এইসব অসংখ্য
খোপ বহন করে যে কাঠামো
তুমি তাকে
প্রাণবন্ত জীব বলো
আমি বলি
প্রাণহীন বসতের দায়।
মখমলি সুর্মা
জালসাজ আতরের দাগ
নিভৃতচারী
ফল্গুধারায় ধুয়েমুছে সাফ
এসব কথারা
লিপিবদ্ধ থাকেনি
কোন ইতিহাসের
মাহ্ফেজখানায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন