কুয়াশায়
পিচ্ছিল
মোঃ আশতাব
হোসেন
আকাশের উঠান
কুয়াশায় পিচ্ছিল
বিষণ্নতায়
ঘেরা সূর্যের মুখ,
আগের মতো
মুষ্ঠিতে ছড়ায়না রোদ
লেগেছে শরীরে
শীতের অসুখ!
প্রকৃতির
সদস্য ঝিমায় হীমেল বায়ে
বস্ত্রহীনারা
মেঝেতে কাতরায়,
শিশুগুলি
অঘুমে কাঁদে সারারাত
অভাবী মা বাবা
বড্ড নিরুপায়!
প্রতীক্ষার
প্রহর গুনে গুনে নিদ্রাবিহীন
ভোর নিয়ে আসে
দীর্ঘশ্বাসে,
কুয়াশার চাদর
ভেদ করে সূর্য যদি
মৃদু তপ্ত
উষ্ণতা নিয়ে আসে!
হেরে যায় বুঝি
সূর্য ভোরে পিচ্ছিল পথে
বারবার হোচট
খেয়ে পড়ে যায়,
অনিচ্ছা
উদারতা হারায় মনে তার
ভিন্ন কোনো
পথও খুঁজে না পায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন