রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

প্রণয় গোলাপ


প্রণয় গোলাপ 
অক্ষয় কুমার ঘোষ‌

     বিশ্বমানব হৃদয়ের বিচিত্র প্রণয়ের লীলা,

           উদ্দাম উচ্ছ্বাসে অনির্দ্দেশ‍্য ডানা মেলা,?
   হৃদয় দুর্বলতার বাঁধ ভাঙ্গা আবেগের বশে
      পুষ্পপেলব রাগরক্ত ঠোঁট,ঠোঁটে এসে মিশে,
হৃদয় চায় কি শুধুমাত্র অধরের সুধা পান ?
     বিস্তৃত আনন্দের স্রোতে যে হৃদয় বেপমান।
উপেক্ষিতা  নিসর্গপ্রাণা শকুন্তলার কোমল হৃদয়
বিরহ তপ্ততাপে  প্রেমের লাবণ‍্য করেছে সঞ্চয় ,
       রাধিকার সুতীব্র হাহাকার,মথুরার পথে পথে
ধ্বনিত হতেছে আজও সকরুণ অশ্রুনেত্র পাতে ।
সৃজনের আদি-মধ‍্য-অন্তের প্রেমত্রিবেনীর ধারা,
   সুখে-দুখে,আনন্দ-বেদনায়,সূর্যসম ত‍্যাগে আত্মহারা ।

সবুজ পাতায় প্রণয়াকুল চঞ্চল প্লাস্টিডকণা ,
  সঞ্চারিছে সূর্যপ্রভা ,খাদ‍্যরূপে ফোটনেরকণা।

লোভেরবেলাভূমি নহে তো প্রেমের আঁতুরঘর  !
  লালসার সুতোয় পূতপ্রেম বাঁধে কি কোন ঘর?
বোবা লতার ফাঁকে ফাঁকে ,পার্কের ছাতার ভিতরে
  আধোআলো মাখা ঐতিহ‍্যের লীলাক্ষেত্র,নন্দন চত্বরে
মানব মানবী খুঁজিছে প্রণয়ের স্বাদ,সেথা ঘুরে ফিরে।
   মন যে কখন,কার জন‍্য কাঁদে, কে বুঝে মনের আলাপ,
শিশুর রাঙা আঁখিসম  স্নিগ্ধ, কোমল প্রণয় গোলাপ।        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন