রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

দেখা




দেখা

সজল কুমার টিকাদার


তোর সঙ্গে দেখা ,বহুদিন পর।
জিজ্ঞাসা করি, 'কেমন আছিস,
তুই তোর মনের ভিতর? '

ভূত দেখার মত তাকিয়ে থাকিস ;
যেন দিন মাস বছর...।
এর মধ্যে নেমে আসে থরে থরে
ফুল,রঙিন বৃষ্টি,আর
অবশেষে পাথর।

মোমবাতির আলোর মত স্বচ্ছ
              শুধু একটু খানি হাসি
ছড়িয়ে কী বলতে চাইলি?
' এখনও ভালোবাসি ? '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন