রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

মা ও আমার বর্ণমালা




মা ও আমার বর্ণমালা
 অসীম মালিক

আমার জন্মভূমির বুক থেকে উঠে আসা
                        নির্লিপ্ত অ আ ক খ ...
                            ম-ম-ম করতে করতে
                                     মা বলে ডেকে উঠলো ।

মায়ের শরীরে ,
বর্ণপরিচয় খুলে বসল ছেলে ।
আঁতুড় ঘর থেকে উঠে এলো
              নক্ষত্রপুঞ্জের মত বর্ণমালা ।

বর্ণগুলি , মায়ের অশেষ স্নেহে
           শব্দ তৈরী করতে করতে
                      ছড়িয়ে পড়ল রোদ্দুরে ...

স্বর্গ ,মর্ত্য ,পাতাল
         ত্রিভুবন ছুঁয়ে ফেলল -
                  ওষ্ঠে ছুঁয়ে বেড়িয়ে আসা ,
                                        মা শব্দটি 

হাসিতে আনন্দিত ,
       কান্নায় দুঃখিত হয়ে
                   পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে
                               এক সারিতে দাঁড় করাল মা।  

বহ্নিশিখায় ,পুড়ল আমার মায়ের
              রক্ত মাংসের শরীর
                      দুর্বাঘাস হয়ে গজিয়ে উঠলো -
অমর একুশে ফেব্রুয়ারী ,
                 আমার উজ্জ্বল বর্ণমালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন