প্যাক আপ
সুকল্প দত্ত
আর যদি কিছু
অবশিষ্ট থাকে
তুমি নিয়ে যেও
পোঁটলা বেঁধে
আমার
মা-ঠাকুমা যেমন ব্যাপার বাড়ি গেলে
অসুস্থ কত্তার
জন্য চেয়ে নিয়ে যেত।
আর যদি কিছু
উচ্ছিষ্ট থাকে
ফেলে দিও
পৌরসভার ডাস্টবিনে
আমাদের হৃদয়ের
একাঙ্ক নাটিকা
ডায়মন্ডহারবার,
মুকুটমণিপুর,দীঘা।
আর শোনো
আমাদের মোহনার মধ্যে দিয়ে
যে সাঁকোটা
যাবে
তার ধারে
তোমার বুগেনভেলিয়া লাগাতে ভুলোনা
আমার
অর্কিডটাও লাগিও।
আর কোনো বাঁধ
দিওনা যেন
যেন জল আটকে
না থাকে।
বৃষ্টি এলে
উপচে পড়ুক পাড়
ভেসে যাক জনপদ
আর কোনো বাঁধ
দিওনা যেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন