রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বৃষ্টিকথা




বৃষ্টিকথা
আশিস সরদার

তবু প্রতিরাত স্বপ্নে পোড়াব তোমায়
সে দহন আমাকে দেবে কৃষক সুখ
নবান্ন ঘ্রাণ

সব মানুষের পাতে ভাত পড়বে
সব শিশুর মুখে উথলে উঠবে দুধ পুকুর

তোমার প্রতিটি ছটফট মূহুর্ত
আমাকে দেবে আলোকময়
ছুট

বালিকার শরীরে ফুল ফুটবে
সে সুগন্ধ মেখে
প্রতিটি পুরুষরাত ভোরের
স্বপ্ন আঁকবে

বৃষ্টিকথা উপন্যাসে খোদাই থাকবে
উপসংহারের শেষ লাইনে এসে
তোমার সাথে আমার এই
দেখা হয়ে যাওয়া

অপ্রয়োজনীয় হয়ে যাবে আগ্নেয়াস্ত্র
ঠোঁটে লটকে থাকবে
চুম্বনের স্বাদ

সব ভাবনা মেলাব দুজন
বুনবো তিন আঙুলে
সম্পর্ক

হাতে হাত রেখে স্লোগান ভাসবে পথ
প্রতিক্ষন ভালবাসা

প্রাচীর ভেঙে এক হয়ে যাবে সব হৃদয়
সব মনের আনাচে কানাচে ঝিলমিল
রোদ

আজ থেকে সব তোমার
যা লিখেছি যা লিখব
আর যা লিখে যেতে পারবনা
এ জীবনে
বৃষ্টিকথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন