রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

চুপ !!




চুপ !!
      সুমন গুহ

চুপ!
অতন্দ্র প্রহরী বাইরে
শব্দ বন্দী কঠিন পাথরে ।

রাজনীতিকরা ধর্মের বুলি আওড়াচ্ছে
গোলটেবিলে ধর্মের কাটাছেঁড়া চলছে,
ফেজটুপি-তিলকধারী পাঞ্জা কষছে
মন্দির হবে না মসজিদ হবে ।
মানুষ মরছে -
মরুক, তাতে কী?
আজ ধর্ম বাঁচবে 

খিদের জ্বালায় শিশু কাঁদছে
পণের জ্বালায় কন্যা মরছে
অভাবের জ্বালায় বেকার মরছে,
মরুক,  তাতে কী?
মরার আগে ধর্ম ঠিক থাকেলেই হবে ।

চুপ শালা !
খিদে পেয়েছে তো ধর্ম চিবিয়ে খা,
এত চিৎকার করছিস কেন?
যত সব মূর্খের দল-ধর্মের কি বুঝিস,
ধর্ম না বাঁচলে
অনর্থ হবে ।

চুপ !  চুপ ! চুপ !
এখন ধর্মের কথা চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন