রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

ভালবাসা যখন শিকারি



ভালবাসা যখন শিকারি
 জয়ন্ত দত্ত 

ভালবাসা কখনো ভীষণ তুখোড় একগুঁয়ে ।জেদি  অব্যর্থ এক শিকারি যেন!সে একটি বাঘকে ফাঁদে ফেলে মারবার জন্য একটি   ছাগল ছানাকে গাছের তলায় বেঁধে রাখে।আর বাঘ ও শিকারের ডাক শুনে গন্ধে গন্ধে,পা টিপে টিপে এগিয়ে আসে।খানিক চেয়ে দেখে।দেখতে দেখতে খেলতে আরম্ভ করে।একটু খেলা না হলে ভালবাসা ঠিক জমে না।অর্থাৎ পা টিপে টিপে একটু কাছে যাওয়া।আবার পিছিয়ে আসা।প্রদক্ষিণ করা।প্রদক্ষিণ করতে করতে দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসা।ওত পাতা এবং তারপর এক লাফ।ওদিকে  ভালবাসাও সুযোগ বুঝে বন্দুক তাক  করে দাঁড়িয়ে।তাই লাফ দেওয়ার সাথে সাথেই...




ইঞ্জেকশন

হাসপাতালে জানালা পাশে
দেওদার-পাইন- রোডড্রেনডন সারি
সকাল বেলার মিঠেকড়া মায়াবী রোদ্দুর
কিছু পাখি বসে আছে ডালে
কিছু মেঘ আটকে জানলার গ্রিলে

ওরাই আমায় ওষুধ দিয়ে যায়...

                          


এক পঙক্তির কবিতা


১।  ছোঁয়া যাবে না জেনেও হাতটা বাড়াই...

২।  গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন।

৩।  অনেক সার্টিফিকেট ,তবু শিক্ষিত হতে পারিনি...

৪।  তাঁর চুলের ভাঁজে ,কবিতা বাসা খোঁজে!!

৫।  একগুচ্ছ  গোলাপ হাতে দাঁড়িয়ে আছি মাঝপথে...

 ।  ঘুম হয়ে থেকো চোখে,মন খারাপের রাতে

৭।  এক আকাশ প্রেম দাও --বদলে দেব পৃথিবী

৮।  এক পসলা বৃষ্টিই জানে আমাদের কথা...

৯।  সব কথা বলে না হৃদয়,কিছু বুঝে নিতে হয়

১০।  মন খারাপ অথচ আকাশে একটুও কালো মেঘ নেই!!

১১।  প্রকৃতি ও মেয়ে --দুজনেরই রহস্যের শেষ নেই!

১২।  জানি দেখা হবে রাতের শরীরে ঘুমের ভিতর...

১৩।  নেশা কেটে গেল,সেও হারিয়ে গেল

১৪।  ডাস্টবিনে অসংখ্য জীবন পড়ে থাকে ওদের অশ্লীলতায়...

১৫।  মৃত্যুর কাছে হেরে যায় শত শত আকাশ ছোঁয়া স্বপ্ন!!


                                                             

 জোৎস্না তৃষা


ভালবাসি অনেককে,তবু বলতে পারিনি---ভালবাসো!বিশিষ্ট কবির মত করেও বলা হয়নি কিছু  এতকাল।তীব্র দহন দিনেও কাউকে বলতে পারিনি --হাতটা একটু ধরো প্লিজ!কোনো এক পূর্ণিমা দিনে মধ্যরাতে ঘুম ভাঙিয়ে টানতে টানতে ছাদে নিয়ে গিয়েও কেউ বলেনি --চলো আজ আমরা সারা গায়ে পূর্ণিমা মাখি!বহুদিন অপেক্ষায় থাকার পর হুট করে বেজে ওঠা ফোনেও কেউ জানায়নি --একটা সাদা পাঞ্জাবি পড়ে রেডি হয়ে থেকো।তোমায় নিয়ে বেড়াতে যাবো।জন্মদিনে একগুচ্ছ রজনীগন্ধা হাতে দিয়েও কেউ বলেনি --দীর্ঘায়ু হও, খুব ভাল থেকো।এমনো হয়েছে কোনোদিন।প্রচন্ড জ্বর গায়ে বিছানায় শুয়ে।পাশ থেকে ফিসফিস করে কেউ বলে ওঠে বুঝি --খুব কষ্ট হচ্ছে তোমার!ওষুধগুলো ঠিক ঠাক খেয়েছো তো!এত বেখেয়ালি হলে চলে?ধড়মড় করে জেগে উঠতেই দেখি কেউ কোত্থাও নেই!আজকাল ভেতরটা কেন জানিনা ভীষণ হাহাকার করে ওঠে।ইচ্ছে হয় আমার জন্য ও কেউ দুফোঁটা চোখের জল ফেলুক।বড় তৃষ্ণা আমার...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন