রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

জীবিতরা

জীবিতরা
অভিজিৎ দাস  

রাতের পাখিরা দম বন্ধ করা তারাদের নেভা-জ্বলা দেখে
রাতের মানুষরা চাঁদ দেখেনা, চাদেও যৌনাঙ্গ দেখে ।

রেল লাইনের ধার ঘেঁষে হাত ধরে হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে আড়াল এসে ধরা দেয় প্রেমে, তুমি হাত ধরো সজরে চেপে
চুমু খেতে খাও একটা, বলি, দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে এসো
এখানে কলগেট নেই, ব্রাশ নেই
বহুকাল খোঁজে পাইনি, চুমুও খাওয়া হয়নি আর

দাঁত ব্রাশ না করেই আমরা একদিন –
সহস্র চুমু খাব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন