রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

মরূ-তৃষ্ণা


  
মরূ-তৃষ্ণা
    নবীনকিশোর রায়

মরূবুকে বালি- ঝড়, উন্মুখ তৃষ্ণা...
মেঘ-আঁচল কাছে আসে
দূরে চলে যায়, রৌদ্র ছায়া ছলনা ।

গোধুলির সূর্য রাতের গর্ভে ডুবে
মোহনসন্ধ্যা মায়াবীরূপ!
খোলা চুল ঢাকে মরূশরীর...
কুযাশা ঝরে, তৃষ্ণা মিটে না

দূর-শূন্যতা, নিকট অপূর্নতা
তৃষ্ণা মরূবুকে নিথর
নিঃসঙ্গ পড়ে রয় বালিয়ারি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন