রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

কবি ও কাব্য




কবি ও কাব্য
 আশিক ফয়সাল

বিকেল বেলা বদ্ধ ঘরে একলা যখন বসে
কাব্য কেন আসছেনা আর দেখছি হিসাব কষে।
হঠাৎ তখন এলো মেলো, কোথা থেকে ভাবনা এলো
বললো কবি লাভ কি বৃথা খাতায় কলম ঘষে
কাব্য কবি আসছেনা আজ শুধুই তোমার দোষে।
বদ্ধ ঘরে কবি তুমি ব্যস্ত লেখার কাজে
বদ্ধ ঘরের ভাবনারা খুব বিশ্রী আজে বাজে
কাব্য হবে মুক্ত স্বাধীন, ইচ্ছে খুশি নাচবে তাধিন
বলো কবি, কাব্যের কি বন্দি থাকা সাজে?
বন্দি ঘরে দস্যু থাকে কাব্য থাকে না যে।
কাব্য খুঁজে পাবে কবি সবুজ শ্যামল বনে
আকাশ জুড়ে উড়তে থাকা মুক্ত পাখির মনে।
পাড় বাঁধানো পুকুর ঘাটে, নদীর ধারে হাটে মাঠে
অবসরে যে আসরে ক্লান্তি গল্প শোনে ।
খেটে খাওয়া মানুষ গুলোর মলিন ঠোঁটের কোণে।
কাব্য পাবে শহর গ্রামে ব্যস্ত পথের ধারে
যে পথেতে ভদ্র সমাজ বিবেক পিষ্টে মারে
কাব্য প্রতি প্রতিবাদে, কষ্টে যখন রাষ্ট্র কাঁদে
ডোবে জাতি দিন দুপুরে জমাট ঋণের ভারে
বদ্ধ ঘরে ঠুকলে কপাল কাব্য মেলে নারে ।
চার দেয়ালের ঘরটা ছেড়ে মনটা কবি খুলে
মুক্ত মনে কাব্য খোঁজো সকল বাঁধা ভূলে
শহর গ্রামের ব্যস্ত কলে, কৃষক মজুর শ্রমিক দলে
কাব্য খোঁজো ইতিহাসে সিন্ধু নদীর কূলে
প্রেমিক সেজে কাব্য খোঁজো প্রিয়ার খোলা চুলে
আমি বলি তাই হবে বেশ মিষ্টি মৃদু হেসে
আজ থেকে ঠিক কাব্যটাকে খুঁজবো মেঘে ভেসে
ভ্রমর হয়ে দুলে দুলে খুঁজবো তাকে ফুলে ফুলে
খুঁজবো তাকে দিনের শেষে কান্ত পথিক বেশে
মাঠ ছাড়িয়ে বন পেরিয়ে নিত্য নতুন দেশে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন