রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বাংলা ভাষী

শীবু  শীল শুভ্র


জেগেছে তরুণ, তারুণের জন্যে
দিয়েছে প্রাণ-রেখেছে যে মান,
দেখেছে বিশ্ব, দেখবে সবাই
গাই আমি, বাংলার জয়গান।

দিব্য চোখে প্রতীয়মান যাহা
ভেবেছো পুতুল, ভাঙ্গবেনা তাহা!
দিয়েছি মন, রেখো যতনে,
ভেবোনা আমি, হারাবো গোপনে?

রোদের আলোয় উদ্ভাসিত জননী
মিছেই ভাবছে, শুভ্র শীবু
বাংলায় পড়ি, বাংলায় লিখি
তাইতো আমি বাংলা ভাষী।

কাঁদে লাঙ্গল, পরনে ধুতি
যাচ্ছি মাঠে, করবো উন্নতি!
দেশের তরে ফসল চাষ
এ-যে বঙ্গ মাতার মনের আঁষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন