রং
অসীম
ভুঁইয়া
ভোরের আলোয়
ছিঁড়ে যায় ঘুমের পাতা
জেগে উঠি
সন্দিগ্ধ চোখে
আমার আশপাশে
লালচে রং
ধীরে ধীরে
হয়ে আসে ফিকে।
বেলা
ভুল পথে পা
বাড়ানো ,অন্ধকারে হাত
নীল পাখিটার
গলার স্বরে মুগ্ধ গোটা রাত
গভীর হলে ঘুম
ভেঙে যায়,জানালা দেয় ফুঁ
ভোরের বেলায়
একলা পথে নিঃস্ব আলো,ধুধু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন