রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

নশ্বর কথারা




নশ্বর কথারা
 তৈমুর খান


নশ্বর কথারা প্রতিদিন ঝরে পড়ছে

কথাদের আলোর বাজারে

দুর্মুখ বিহ্বল আমি
প্রত্যহ ধাঁধায় ফিরে আসি


যেসব ভালোবাসাগুলি প্রকাশ হয়
অথবা চুম্বনগুলি মেঘের মতো
বৃষ্টি ও রোদে মাখামাখি
তাদের দেখে নিই
আর স্নেহের প্রকাশে
অথবা মরমি কান্নায় সচকিত হই
কথাদের মনে হয় যুবক-যুবতী
যৌবন আকাঙ্ক্ষার নিগূঢ় প্রাচূর্যে

আভাসিত
অথবা ক্লান্তিহীন স্বর্গীয় বিভাস


চারিপাশ জুড়ে কথা
কথারা প্রজাপতি
কল্পনার ঘরদুয়ার জুড়ে তাদের খেলা
সামাজিক শাসনে প্রত্যয়দণ্ড
কখনো কখনো বিদ্রোহ

রোজ ভিজে যাই
উষ্ণ হই
নীরবতায় জাগরণে কথারা যাওয়া আসা করে


রাত হয়ে যায়
বুঝি না কথাদের
কোনো এক গূঢ় ছলনায় তাদের বসতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন