রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

একটা বিশ্বাস





একটা বিশ্বাস
আমান রহমান


একটা ভাবনা কী চায় তোমার কাছে
কোনো স্বপ্ন ,কিংবা সহযোগিতা
নাকি শব্দকরা দীর্ঘশ্বাস
তুমিও হঠাৎ ভাবতে বসো
আদৌ কি দেবার কিছু আছে ?

একটা ধারণা কি চায় তোমার কাছে
প্রতিশোধের ম্রিয়মান আঁচ
নাকি জলের উপর স্বার্থহীনতা
তুমি কি সমর্থ কিছু দিতে
সেই পাখিদের মতো
যারা শেষ বর্ষায় ফিরে গেছে ।

একটা কবিতা কী চায় তোমার কাছে
একটু সহানুভূতি নাকি শব্দ করা হাততালি
তুমি শব্দ করো হাতে সে পারে না পৌঁছাতে
তোমার কাছে ।
স্মার্ট ফোনে লুকিয়ে যায় মুখ
অসামাজিক অভ্যেস সাড়া দেয় ,
ফুটে ওঠে শ্বেদ বিন্দু গুলো তার সাথে
একটা বিশ্বাস কী চায় তোমার কাছে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন