রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

এক মুহূর্তের ভালোবাসা




এক মুহূর্তের ভালোবাসা
বিসেন লাসেন

এক মুহূর্তের ভালোবাসা
এক মুহূর্তই বড়,
বাবুই পাখির সুখের বাসা
সঙ্গী রোদ বৃষ্টি ঝড়ও।

কাকের জীবন কা কা তে শেষ
কোকিলের চাই বসন্ত,
এক মুহূর্তের ভালোবাসা
সাধনায় হয় অনন্ত ।

এক মুহূর্তের চেনা জানা
এক মুহূর্তেই চাওয়া,
এক মুহূর্তের আশার বাসায়
মনের খবর পাওয়া।

এক মুহূর্তে ফুলের রঙে
অলির রঙিন ফাগুন,
এক মুহূর্তের মরণ ঝড়ে
ফুরাবে না প্রেম আগুন।

ভালোবাসার এক মুহূর্ত
হবে হয় তো কম,
যে পেয়েছে সে জানে প্রেমহীন মুহূর্তে
উইড়া যাবে দম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন