কবিতার
প্রতিটি রক্ত বিন্দুতে
অর্ধেন্দু
ভৌমিক
তোমায়
খোঁজেছি শহরের অচেনা গলিতে
সবুজ
স্বর্ণমাসুরী ক্ষেতের আলে আলে।
ইটভাটার
চিমনির জমকালো ধোঁয়ার আড়ালে
সূর্যোদয়ের
রক্তিম রশ্মির ফাঁকে ফাঁকে।
কোনো
পর্ণমোচীর রসহীন ডালের বুকে
বসন্তে গজে
উঠা যুবতি পত্রফলকের আঁচলে।
ভন্ডসাধুর
ভোজপাতায় লেখা কবজের ভিতরে
বিল্লপত্রাণ্ঞ্জলী
কানে গোঁজা ধূপের সাগরে।
রাতের আঁধারে
বারবণিতার উষ্ণ পরশে
পুত্রকন্যা
সংসারে বৃত্তের মায়াবী পরিসরে।
মানবতার মাঝে ব্যথার গ্লানি মুছে দিতে
পেয়েছি
তোমায় কবিতার প্রতিটি রক্ত বিন্দুতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন