রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

এলোমেলো





এলোমেলো
     সুপম রায় (সবুজ বাসিন্দা)


তেপান্তরের মাঠ পেরোলাম,
পেরিয়ে এলাম মরুভূমির ক্ষেত ।
অল্প কিছু মেঘ ছুঁয়েছে,
উড়িয়ে দিলাম হাতে অন্ধ রেত ।

লালন সাগর বুকের মাঝে,
নীলচে ঠোঁটে স্পর্শ রাখার ছাপ ।
দু’মুঠো রোদ অন্ধকারে
ঠিক খুঁজে নেয় কালির অভিশাপ । 

কাচের ঘরে বন্দী প্রদীপ,
এলোমেলো রাস্তা হেথায় শেষ ।
পরের দানে খেলবে কে আর !
অল্প জিত আর হারেই আছি বেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন