বেঁচে থাকা
মানুষ হয়তো
ভালোবাসার জন্যই বেঁচে আছে
বিনম্র রাতের
কাছে প্রচুর ঋণ
নীরবে -নিভৃতে
তোমায় ভালোবাসা দিয়েছিলাম
সেই পুরোনো
শ্যাওলা ধরা কোনো শহরে-
সংকীর্ণ গলিটায় ...
আসমানের
উজ্জ্বল চাঁদের আলো
তোমার
লিপিস্টিকের একপ্রান্তে
কাজল আঁকা
চোখে ঘুম ঘুম ভাব
আমাকে অচিরেই
ভালোবেসেছিলে
রাত বেড়ে যায়,
চাঁদও ঘুমায়
ভোরের কুয়াশায়
তোমাকে আমাকে
আর দেখা যায় না
সবুজ সতেজ
সূর্যের আলোতে
তখন ঠিক কলেজ মাঠটাই....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন