রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

মায়া

মায়া
সুব্রত ঘোষ



বসে আছি সারাদিন
সারারাত....

যুগের পর যুগ
এভাবেই পেরিয়ে এসেছি মিলনস্থল জন্মভুমি

তবু কেউ ভালোবেসে বিশেষ চুমু দিয়ে গেলো'না আজও 


মাঝে মাঝে নিজেকে ঝালিয়ে নিতে হয়
তপ্ত রোদের মতো প্রখর হতে হতে
যদি ফিরে আসে সক্ষমতা

তবে তো আমরাই পৃথিবী'র শ্রেষ্ঠ জনসম্পদ


দাঁড়িয়ে আছি
এভাবেই দাঁড়িয়ে থাকবো সহস্র বছর

দাঁড়িয়ে থাকতে থাকতে পাথর - মমি
তবুও যদি কাছে না আসো
তাহলে নিশ্চিত উড়ে যাবো পাখিদের মতো 

হাজার কাঁদলেও ফিরে আসবো'না ' মায়া '

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন