রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

শোভিত হৃদয়ে ব্যথার পাহাড়





শোভিত হৃদয়ে ব্যথার পাহাড়
 নাসির ফরহাদ

  
দৃষ্টির আড়ালে ভেসে গিয়েছিল তোমায় দেখার স্বপ্ন!আর দেখাও হয়নি কোথাও!
পাইনি তোমার খোঁজ! সময়ের স্রোতে অনেক
বছর পেরিয়ে গেল।দেখতে আর তোমায়  ছুটে যেতে পারিনি!
বেহায়া সাজতে আমার আর ভালো লাগে না!
তুমি পুকুর পাড়ে প্রতিদিন আসতে দূর থেকে শুধু চেয়ে থাকতাম!সোনালী রঙের বোরকা পরে বসেছিলে বান্ধবীদের নিয়ে,সেদিনের মুখখানি চাঁদের আলোর মতো ঝিলিক
দিচ্ছিল!দুদিন আমি আর পুকুর পাড়ে
যায় নি।তার পর থেকে তুমি আর আসোনি।
কি ভাবে বুঝাবো তোমায়? সেই দিন আমি
ব্যস্ত ছিলাম!তুমি যে শুধু আমার জন্য
আসতে আজ বুঝতে পারছি।রঙের আকাশে মেঘ ঘিরে কালো হয়ে আসলেই
রঙের মর্যাদা বুঝা যায়!হারালে সব দামি হয়ে উঠে।
আজ ভাগ্যের নির্মম পরিহাসে দেখাও হয়ে
গেল!জানা ছিলো না এভাবে দেখা হবে!
হৃদয় উষ্ম আবেগে চড়াৎ করে ভেঙে গেল!
আজ ফেসবুক খুলতেই তোমার মুখটি ভেসে উঠলো। তোমার বান্ধবি পরিচয়ে পোস্ট দিলো তুমি চলে গেছো না ফেরার দেশে!ছুটে গেলাম দেখতে!কাঁধে তোমার লাশ তুলতেই এক ঝলক দেখা হলো!
হৃদয়ে কষ্টটা আর রাখা যায় না।
বুকটা হাহাকার ডেকে গেল!তোমার জন্য আবার শোভিত হৃদয়ে ব্যথার পাহাড় জমছে। তুমি জানো তোমার যানাজায় অনেক দোয়া করে কেঁদেছি?তুমি যাতে ভালো থাকো সেই শুভ কামনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন