রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

ভাবতে ভাবতে শেষ




ভাবতে ভাবতে শেষ
           অমল বিশ্বাস

তুমি ভাবছো; আমি ভাবছি
ভাবতে ভাবতে শেষ,
পথ বাড়ছে; প্রেম কাড়ছে
ইচ্ছে নিরুদ্দেশ।

     জামার পরে জামা,
     কাকে আটকাও!
     রাক্ষুসে শীত; না আহ্লাদী বুক?
     সাধের বোতাম ছিঁড়লে
     কার উচ্ছ্বাস!
     চৌকশ জ্বর; না মৌটুসি সুখ?

     শীতের গায়ে হলুদ,
     কাকে চাচ্ছো?
     পায়ের শিকল; না মুক্ত রোদ?
     লেপ-তোষকের বাসর,
     কার উষ্ণতা?
     শীত নিদ্রা; না যৌবনামোদ?

     মনের সাথে মন,
     শীত পাচ্ছো?

পরিত্যক্ত খন্ডহর অন্তরমহলে
  ফ‍্যাকাশে সবুজে ছোপছোপ

 কোথাও মৃত্তিকার  কান্না
পাশাপাশি রোদে পোড়া জ্বালা

এইসব অসংখ্য খোপ বহন করে যে কাঠামো

তুমি তাকে প্রাণবন্ত জীব বলো
আমি বলি প্রাণহীন বসতের দায়।

মখমলি সুর্মা জালসাজ আতরের দাগ
নিভৃতচারী ফল্গুধারায় ধুয়েমুছে সাফ

এসব কথারা লিপিবদ্ধ থাকেনি
কোন ইতিহাসের মাহ্ফেজখানায়।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন