কোথাও একটা
মেঘ জমে তোমার কথা খুব মনে পড়ে
ছোট্টো
চড়াইটা মায়ের সাথে ঝগড়া করে
কার যেন একা
থাকতে ভাল্লাগে না
উজার অরন্যের
খাঁ খাঁ বাতাস ঘিরে ধরে
চার দেওয়ালে
মাঝখানে অাঁচলহীন
অাঠাশ বছর
পিছনে ফিরে মৃতজরায়ুর উষ্ণতা খোঁজা
মৃত্যুর কাছে
কত ছোটো অামরা
সারা দিন
অাগলে অাছি তোমার মৃতদেহ তবু বৃষ্টি কেনো অাসেনা
অামি কাঙাল
একটু কি প্রেম পাব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন