আত্মপরিচয়
এখনও চলতে হবে
অনেকটা পথ.....
কিছুটা আমি
চলি,
বাকি পথটুকু
নাহয় তোরা করিস পাড়।
দু'পাশেই ঘন
অন্ধকার,
শ্বাপদসংকুল
পথ,
পদে পদে
আগ্রাসী লোভের তীক্ষ্ন ধারালো দাঁত।
বেশ কিছু
দু'পেয়ে আজ
চারপেয়ের
পশুত্ব হরণ করেছে,
বাকিরা
পরিচয়হীন নিজেদেরই কাছে;
এই পথের
সীমান্তরেখায় সেই পরিচয় আছে।
জানি আমার পথ
চলা
ফুরিয়ে যাবে
মাঝ পথেই।
তোরা আছিস,
চলবি বাকি পথ,
ঠিক পৌঁছে
যাবি অভীষ্ট লক্ষ্যে,
ফিরে পাবি
আত্মপরিচয়।
তখন যদি পারি
আবার আসবো ফিরে
মানুষের পরিচয়
নিয়ে,
মাথা উঁচু,
গর্বে স্ফীত বুক,
শ্বাপদহীন
কংক্রীট-জঙ্গলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন