রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

পলাতক সময়



পলাতক সময় 
                 রাহাত ভাই

কথা ছিল---
যাদুকাটা'র জল যখন শুকিয়ে যাবে
চৈতী খরায়,

ছোট ছোট মাছের পোনা যখন প্রাণপণে
ছোটাছুটি করে
বকের থাবায়।

কিশোরের ত্রিভুজ জাল যখন ভরে যাবে
সোনা ব্যাঙের
ছানায়-ছানায়।

বাতাসে ভর করে যখন গাঙচিল
মেলবে ডানা
মেঘের ছায়ায়।

হাটুজল ভেঙে যখন বউ-ঝিয়েরা
পাড় হয়ে যায়
দুপুর বেলায়।

কথা ছিল---তখন,
দু'জন মিলে--
পাদুকা বিহিন চরণে চরণে--
মরু সুন্দর--তপ্ত বালির প্রান্তর মাড়িয়ে--
ছোঁয়াব চরণ,
ঐ নদীর শীতল জলে।

কথা ছিল--কথা আছে,
কথা শুধু--কথাই রয়ে গেছে,
সব কথার ভীড়ে।
পলাতক সময়ের আড়ালে।

যদিও--এখনো চরণ ভেজাই চৈত্র এলে,
তবে--যে যার মত, একা একা।

ফিরে আর দেখিনা কেউ,
পলাতক সময়ের নন্দিত ঢেউ।

এখনো-- বকের শিকারী ঠোঁট নিশানা করে,
এখনো-- কিশোর জালের ফাঁদে মাছ ধরে,
এখনো-- কাঁদে গাঙচিল তার সাথীর তরে,
উড়ে উড়ে ডানা ঝাপটায় প্রাত-- দুপুরে,

এখনো কিশোর কিশোরী আছে--
জল তরঙ্গের খেলায় মেতে,
শুধু তুমি আর আমি আছি
যে যার মত সংসার পেতে।

কথা ছিল--কথা আছে,
কথা শুধু কথাই রয়ে গেছে,
সব কথার ভীড়ে,
পলাতক সময়ের আড়ালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন