সিঁদুরদানি
শুভ্র সরকার
একটা ডাক ভেসে
আসে খোলা জানলা বেয়ে “কুয়োয় পড়ে যাওয়া ঘটি-বাটি তোলাবে গো”। মেয়েটা তিরবিদ্ধ
হরিণীর মতো ছুটে যায়।আঁচলের খুঁট থেকে লোকটার হাতে তুলে দেয় নিজের সবটুকু সঞ্চয়।
ভরদুপুর কুয়োর
জল থেকে লাফিয়ে ওঠে একজোড়া উজ্জ্বল লাল বর্ণের খরগোশ। তারপর সবার সামনে মেয়েটার
চোখের মধ্যে নেমে যায়।
সবাই দেখতে
পায় শিমুলের বীজের মতো ফেটে চারিধার ছড়িয়ে পড়ছে মেয়েটার সংসার, ঘরদোর।
আর বাতাসে
সাঁতরে কুয়োর জলে টুপ ক'রে ডুবে যাচ্ছে ওর সাধের সিঁদুরদানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন